রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এতে র্যালি, নবান্ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, ছড়াকার বাধন রায়, সামিউল হক মোল্লা প্রমুখ।
মেলায় পিঠা, আচারসহ বিভিন্ন দেশিয় খাদ্যদ্রব্যের মোট ২২টি স্টল স্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্তৃক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
561 total views, 3 views today